আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দুই ভাষা সৈনিককে সংবর্ধনা দেয়া হবে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তাঁদেরকে সংবর্ধনা দেয়ার কথা রয়েছে।
সংবর্ধনাপ্রাপ্তরা হলেন উপজেলার টনকী গ্রামের মিয়া মো. মতিন ও পৌর এলাকার খড়মপুরের আতাউর রহমান খান (মরণোত্তর)। প্রথমবারের মতো এই দু'জন ভাষা সৈনিককে সম্মাননা জানানো হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা জানান, অমর একুশ আয়োজিত প্রস্তুতি সভায় ওই দুইজনকে সংবর্ধনা দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়। এছাড়া দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/মাহবুব