২১ ফেব্রুয়ারি, ২০২০ ২১:৫০

রঙিন কাগজের শহীদ মিনারে শিশুদের শ্রদ্ধাঞ্জলি

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা:

রঙিন কাগজের শহীদ মিনারে শিশুদের শ্রদ্ধাঞ্জলি

কুমিল্লা বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের সুবিধাবঞ্চিত শিশুরা কলাগাছ, রঙিন কাগজে বাংলা বর্ণমালা লাগিয়ে, রক্তজবা ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায়। তারপর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান সমবেত কন্ঠে গায় শিশুরা। এছাড়া ২১ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এবং শিশুদের চিত্রাঙ্কন প্রদর্শনীর আয়োজন করা হয়। শিশুদের একটি নিয়মিত পাঠদান কেন্দ্র-‘মানুষ’ এই সব অনুষ্ঠানের আয়োজন করে।

শহীদ মিনার তৈরিতে সহযোগিতা করেছেন মোহাম্মদ শাহজাহান, জান্নাতুল ফেরদাউস,আকলিমা, মারুফ,শামীম,মারজান এবং ‘মানুষ’ সংগঠনের শিশুরা।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ইলিয়াস হোসেন বলেন, ২০১৩ সাল থেকে হোসেনপুর গ্রামে ২০ জন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শুরু হয়। বর্তমানে শিশুদের সংখ্যা ৭২ জন। প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিনামূল্যে নিয়মিত পাঠদান করা হয়। এই শিশুদের সকল শিক্ষা সামগ্রী ব্যবস্থা করা হয়। দুই ঈদে নতুন জামা কাপড় উপহারসহ,বিভিন্ন দিবসগুলোকে আনন্দের সাথে উদযাপন করা হয়।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর