বিশ্ব স্কাউটস দিবস উপলক্ষে নীলফামারীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে শহরের সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত স্কাউট ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটস’র সহ-সভাপতি বাবুল হোসেন।
সদর উপজেলা স্কাউটস’র সহকারী কমিশনার হেদায়েত হোসেনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা স্কাউটস’র সেক্রেটারী আতাউর রহমান। অন্যান্যের মধ্যে জেলা রোভারের সম্পাদক জাকিউল ইসলাম,জেলা স্কাউটস’র যুগ্ম সম্পাদক গোলাম ফারুক, সহকারী কমিশনার এলিনা বেগম, আনোয়ারা জেসমিন প্রমুখ বক্তব্য দেন
এর আগে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রসঙ্গত, স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিন ২২ফেব্রুয়ারী বাংলাদেশ স্কাউট দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। কর্মসূচীতে বিভিন্ন স্কুল কলেজের স্কাউট ও রোভার দল অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ