‘‘হাসি খুশী সেবার মন, স্কাউটিং এর মূলধন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা স্কাউটের আয়োজনে রবার্ট ষ্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬৩ তম জন্মদিন পালন উপলক্ষে শনিবার সকালে দিনটি উদযাপন করে উপজেলা স্কাউট।
এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও কাবদলের সদস্যসহ স্কাউট লিডাররা। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ। আলোচনা সভায় অংশ গ্রহন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, বোয়ালমারী জর্জ একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল আজিজ, আল হাসান মহিলা মাদ্রাসার সুপার আব্দুল কুদ্দুস, স্কাউটের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ