বগুড়ার শিবগঞ্জে শনিবার সকালে গলায় ওড়না পেচানো এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার রায়নগর ইউনিয়নের হাতিবান্ধা গ্রামের কলার বাগান থেকে উদ্ধার হওয়া নিহতের হাতে শাখা, সিঁথিতে সিঁদুর রয়েছে। বয়স আনুমানিক ৩০ বলে ধারনা করছে পুলিশ।
লাশ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, ডিবি ওসি আছলাম আলী, শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান সহ পুলিশ সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে যান।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, শনিবার সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সদস্যরা সেখানে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। ওই নারীর পরনে লাল ও কালো পোশাক ছিল, হাতে শাখা, সিঁথিতে সিঁদুর রয়েছে। ধারণা করা হচ্ছে শনিবার ভোর রাতে দিকে তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত অজ্ঞাত নারীর পরিচয় সনাক্ত করতে এবং হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে পুলিশ মাঠে নেমেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ