নীলফামারীর গোড়গ্রাম ইউনিয়ন বিএনপি’র নবগঠিত কমিটির পরিচিতি ও বর্ধিত সভা আজ শনিবার দুপুরে হাজীগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপি’র সভাপতি আলমগীর সরকার এবং উদ্বোধক হিসেবে ছিলেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি রাহেদুল ইসলাম দোলন।
ইউনিয়ন বিএনপির সভাপতি দীপু সিদ্দিকী’র সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মতিউর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জহুরুল আলম এবং প্রধান বক্তা হিসেবে সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জুয়েল বক্তব্য দেন।
এছাড়াও নীলফামারী পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গির আলম শেপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিম হোসেন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন বিএনপির সদস্য আমিনুজ্জামান সাহেব প্রমুখ বক্তব্য দেন।
সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি ছাড়াও দলকে আরও গতিশীল এবং শক্তিশালী করণে নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। ইউনিয়ন বিএনপির সভাপতি দীপু সিদ্দিকী জানান, গেল অক্টোবর মাসে ৭১সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হলো আজ শনিবার।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ