ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুটি এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী আরাফাত হোসেনকে (২৮) ১শ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে গ্রামবাসীর সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরাফাত হোসেন কুটি এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আলমগীর হোসেনের ছেলে। এ ঘটনায় তার নামে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। এর আগেও কসবা থানায় তার নামে একটি মাদক মামলা রয়েছে।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত আরাফাত কুটি এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। ইতোপূর্বে কয়েকবার পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করে ব্যর্থ হয়।
কুটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন জানান, আরাফাত মাদক ব্যবসার গডফাদার হিসেবে চিহ্নিত। তার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল সরবরাহ করা হয়।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান, গ্রামবাসীর সহায়তায় তার বাড়ি থেকে ১শ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাকে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল