পার্বত্যাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে রাঙামাটিতে আত্মপ্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটি। শনিবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি চেম্বার অব কমার্স মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি কাজী মজিবুর রহমান।
এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল-মামুন ভুঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবু তাহের, সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পার্বত্যাঞ্চলে বসবাসরত সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করতে এ কমিটি গঠন করা হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে এ সংগঠনের কঠোর অবস্থান থাকবে। কারণ সন্ত্রাস দমন করা গেলে পাহাড়ে শান্তির সুবাতাস বইবে। পাহাড়ের সব মানুষ শান্তি সম্প্রীতি চায়। কিন্তু একটি স্বার্থনাশী মহল চায় না এ অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিরা এক সাথে মিলে মিশে বসবাস করুক। তাই বিভিন্নভাবে ষড়যন্ত করে এ অঞ্চলকে অশান্ত রাখতে কিছু সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ প্রতিনিয়ত খুনখারাবি করে চলছে। রক্ত ঝড়াচ্ছে। এখন সময় এসেছে এসব সশস্ত্র সন্ত্রাসীদের চিহ্নিত করে পাহাড় থেকে বিতারিত করা। তাই সবাইতে যার যার স্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে পাহাড়ে সম্প্রীতি গড়ে তুলতে কাজ করার আহ্বান জানান তারা।
পরে সর্বসম্মতিক্রমে ইঞ্জিনিয়ার আলকাছ আল-মামুন ভূঁইয়াকে সভাপতি, মো. আলমগীর কবিরকে সাধারণ সম্পাদক, মো. মাইন উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক ও মো. সোলায়মানকে অর্থ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম