কক্সবাজারের চকরিয়ায় গাছ থেকে ডালপালা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ নাথ (১৭) নামে এক কিশোর মারা গেছেন। শনিবার সকাল ৭টার দিকে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড নাথপাড়ায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া আকাশ নাথ ওই এলাকার মৃত মিলন নাথের ছেলে।
প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, সকালে আকাশ বাড়ির গাছের ডালপালা কাটতে উঠে আকাশ। গাছের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে লাগে কাটা একটি ডাল। এসময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মারা যায় আকাশ। আকাশের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল