ঢাকা মেডিকেল কলেজের সাবেক মেধাবী শিক্ষার্থী মানসিক প্রতিবন্ধী রাজ কুমার শীলের সহযোগিতায় পাশে দাঁড়ালেন দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন।
শনিবার বিকেলে বিরামপুর পৌরশহরের ঘাটপাড় এলাকায় রাজ কুমার শীল এর বাসায় যান তিনি। এ সময় অসুস্থ রাজ কুমার শীলকে ফুলের শুভেচ্ছা জানান।
পরে রাজ কুমার শীলের চিকিৎসার জন্য নিজ তহবিল থেকে নগদ ২০ হাজার টাকা এবং প্রতি মাসে ৫ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেন। এছাড়াও রাজ কুমার শীলের বাড়িটি সংস্কারসহ বাড়ির পাশে একটি দোকানঘর করে দেওয়ার আশ্বাস দেন তিনি।
এর আগে, মুজিববর্ষ উপলক্ষে বিরামপুর থানায় নারী, শিশু ও প্রতিবন্ধীদের আলাদাভাবে সহায়তার জন্য ‘সহায়তা কেন্দ্র’ উদ্বোধন করেন তিনি।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. হাফিজুল ইসলাম, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো. মনিরুজ্জামান মনির, প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলম, সাধারণ সম্পাদক মশিহুর রহমান উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন