খুলনার দিঘলিয়ায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত মহাদেব (৪২) কে গ্রেফতার ও ভিকটিম শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। গ্রেফতার হওয়া মহাদেব বাতিভিটা এলাকায় ঘরজামাই থাকে। তার শ্বশুরের নামও মহাদেব।
জানা যায়, রবিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে খেলতে গেলে অভিযুক্ত মহাদেব শিশুটিকে খাবার দেওয়ার লোভ দেখিয়ে ঘরের ভিতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে বাবা-মাকে বিষয়টি জানালে তারা পুলিশে অভিযোগ করেন।
পরে পুলিশ অভিযুক্ত মহাদেবকে গ্রেফতার করে। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ বলেন, দিঘলিয়া থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত মহাদেবকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক