২৭ ফেব্রুয়ারি, ২০২০ ২২:২০

স্বরুপকাঠীতে যুবলীগ নেতা মামুন হত্যায় দু’জন গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি:

স্বরুপকাঠীতে যুবলীগ নেতা মামুন হত্যায় দু’জন গ্রেফতার

পিরোজপুরের স্বরুপকাঠি উপজেলা যুবলীগ নেতা মামুন মিয়ার হত্যার সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার ইন্দেরহাট বন্দর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- সোহাগদল ইউনিয়নের হাজিরপুল এলাকার আহসুন হক আশা ও মোস্তাফিজুর রহমান রিপন।

এদিকে, মামুন হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার সকালে স্বরুপকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

স্বরুপকাঠি সরকারি কলেজ রোড়স্ত ইন্দুরহাট-মিয়ারহাট বন্দরে স্বরুপকাঠী উপজেলা নাগরিক কমিটি ও সর্বস্তরের জনগণ এই কর্মসূচি পালন করে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শাহ-আলম, স্বরুপকাঠি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিদুল ইসলাম মুহিদ, আওয়ামী লীগ নেতা সালাম রেজা, প্রভাষক সাইফুল ইসলাম শাওন, যুবলীগ নেতা নাসির উদ্দিন, নিহতের ভাই মাসুম বিল্লাহ প্রমুখ। বক্তারা মামুন হত্যাকাণ্ডে জড়িত বাকিদের গ্রেফতার ও বিচার দাবি বিচারের দাবি জানান। 

স্বরুপকাঠী থানার ওসি কামরুজ্জামান তালুদার জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দহে আহসুন হক আশা ও মোস্তাফিজুর রহমান রিপন নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি স্বরুপকাঠী উপজেলার সোহাগদল গ্রামের বৌ বাজার এলাকার মাটিতে হাটু গাড়া দেওয়া গাছে ঝোলানো অবস্থায় যুবলীগ নেতা মামুন মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর