বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে হবিগঞ্জে কৃষকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। আজ রবিবার দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা কৃষকলীগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কৃষকলীগের কেন্দ্রীয় সভা সমীর চন্দ্র চন্দ।
জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ূন কবির রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মুক্তার হোসেন বেনুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
বিশেষ অতিথি ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব আলহাজ্ব জয়নাল আবেদীন, কেন্দ্রীয় কৃষকলীগ ড. মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আমিন ওসমান প্রমুখ।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ