কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে বগুড়ায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় পুলিশ লাইনসে স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় প্রয়াত পুলিশ সদস্যদের। পরে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও প্রয়াত সদস্যদের পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে কর্তব্যরত অবস্থায় নিহত বগুড়া জেলার বাসিন্দা ২১ জন পুলিশের পরিবারের সদস্যরা এতে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) সফিজুল ইসলাম। এতে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার শহিদ উল্লাহ, পুলিশের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল প্রমুখ।
সভা শেষে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেওয়া হয়। উল্লেখ্য, বগুড়ার প্রয়াত ২১ পুলিশ সদস্য সন্ত্রাসী হামলায়, সড়ক দুর্ঘটনায় ও জামায়াত- শিবিরের হামলায় নিহত হয়েছেন। এছাড়া কয়েকজন ডিউটিরত অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন।
বিডি প্রতিদিন/আল আমীন