বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনের উপনির্বাচনে ২ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। রবিবার সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইকালে ৯ জনের মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। ১ শতাংশ ভোটারের সমর্থনযুক্ত প্রয়োজনীয় কাগজপত্র সঠিক না থাকায় হাফিজুর রহমান ও আবদুল মান্নান মিয়ার মনোনয়ন বাতিল হয়।
বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ্ জানান, রবিবার বেলা ১১ টায় দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনসহ তাদের স্বাক্ষর থাকতে হয়। ওই দুই প্রার্থীর কাগজপত্র সঠিক না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের ইন্তেকালে আসনটি শুন্য হয়। এই আসনে আগামী ২৯ মার্চ ভোটগ্রহণ করা হবে। মনোনয়ন দাখিলের শেষ দিনে বাতিল হওয়া দুই প্রার্থীসহ ৯ জন মনোনয়ন দাখিল করেন। তারা হলেন আওয়ামী লীগের প্রার্থী মরহুম সংসদ সদস্য আব্দুল মান্নানের সহধর্মিনী সাহাদারা মান্নান, বিএনপির প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম আহসানুল তৈয়ব জাকির, জাতীয় পার্টির প্রার্থী সারিয়াকান্দি উপজেলা সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) প্রার্থী মো. রনি, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী আবদুল হাই মন্ডল, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী নজরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ।
বিডি প্রতিদিন/আল আমীন