কুড়িগ্রামের রাজারহাটে চলন্ত মোটরসাইকেল থেকে ব্রিজের ধারে খুঁটির সাথে ধাক্কা লেগে সফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুর আড়াইটার দিকে রাজারহাট-কুড়িগ্রাম সড়কে দিনোবাজার থেকে রাজারহাট বাজার যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
এসময় স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে হাসপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়। নিহত সফিকুল রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের সোনাবর গ্রামের হাফেজ আলীর পুত্র বলে জানা গেছে। রাজারহাট থানার ওসি কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল আরোহী সফিকুল সে মোটরসাইকেল চালানো শিখছিল এবং নিজে নিজে খুঁটিতে পড়ে দুর্ঘটনার শিকার হয়।
বিডি-প্রতিদিন/শফিক