পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, সুশাসন না হলে উন্নয়ন করেও ভোট পাওয়া যাবে না। সুশাসন নিশ্চিতকল্পে পুলিশের ভূমিকা রাখতে হবে। মেধা, দক্ষতা ও পেশাদারিত্ব দিয়ে পুলিশ এখন আগের চেয়ে বেশি সম্মানিত জায়গায়।
২০০৭ থেকে ২০১৮ পর্যন্ত কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকৃত সদস্যদের স্মরণে রবিবার শরীয়তপুর জেলা পুলিশ আয়োজিত ‘পুলিশ মেমোরিয়াল ডে ২০২০’ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ উপমন্ত্রী বলেন, পুলিশিং পেশার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেতন বৃদ্ধি, ঝুঁকি ভাতাসহ আজীবন রেশনিং ব্যবস্থা চালু করেন। সুবিধা বাড়লে সেবাও বাড়াতে হবে। আইনের শাসন সমুন্নত রাখতে পুলিশি সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে হবে। পুলিশি সেবা সহজীকরণে সরকার ইতোমধ্যে প্রায় ৫০ হাজার সদস্য নিয়োগ দিয়েছে। পুলিশ এখন সন্তুষ্টি নিয়ে কাজ করে।
পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস, জেলা প্রশাসক কাজী আবু তাহের, জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদারসহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা।
এনামুল হক শামীম বলেন, মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার-স্লোগান বাস্তবায়নেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হবে। তাই জঙ্গী ও মাদকমুক্ত দেশ গঠনে পুলিশকে সততার সাথে দায়িত্ব পালন করে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।
আলোচনা অনুষ্ঠান শেষে শরীয়তপুর জেলার কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো ১২জন পুলিশ সদস্যের পরিবারের হাতে উপমন্ত্রী ও পুলিশ সুপার যৌথভাবে ১৫ হাজার করে নগদ অর্থ তুলে দেন। এ সময় উপমন্ত্রী জানান, আগামীতে প্রতিবছর পুলিশ সদস্যদের পরিবারের মেধাবী ২০জন শিক্ষার্থীদের আশ্রাফুননেসা ফাউন্ডেশন থেকে বৃত্তি প্রদান করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন