‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মতো বগুড়ায় পালিত হয়েছে জাতীয় বীমা দিবস। রবিবার বীমা দিবসে বগুড়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে সকালে শহরে বর্ণাঢ্য র্যালি শেষে সাতমাথায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের রিজিওনাল কো-অর্ডিনেটর শাহীন কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছাইদার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উজ্জল কুমার, সদর ইউএনও আজিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আর্থিকভাবে স্বচ্ছলতার জন্য বীমা করতে হবে। উন্নত রাষ্ট্রে সবক্ষেত্রে বীমার প্রচলন রয়েছে। এ কারণে তারা অর্থনৈতিকভাবে এগিয়েছে। আমাদের দেশে সবক্ষেত্রে বীমা চালু করা গেলে অর্থনৈতিকভাবে আরো এগিয়ে যাওয়া যাবে। বীমার মাধ্যমে বহু মানুষের কর্মসংস্থান হতে পারে। এতে আর্থিকভাবে স্বচ্ছল হওয়া যাবে।
বিডি প্রতিদিন/আল আমীন