ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার দায়ে প্রথম দিনেই ১৭ জেলেকে আটকের পর জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ করা হয় একটি ট্রলার ও ২০ কেজি ইলিশ।
মৎস্য বিভাগ জানিয়েছে, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে ১ মার্চ থেকে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ২ মাসের জন্য সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ রবিবার প্রথম দিন ভোররাত থেকে দুপুর পর্যন্ত নদীতে অভিযান চালায় জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর তুলাতুলি এলাকায় মাছ ধরার দায়ে ১৭ জেলেকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম আটককৃতদের মধ্যে ১৪ জনকে এক বছর করে কারাদণ্ড, ২ জনকে ৫ হাজার টাকা জরিমানা এবং এক বৃদ্ধকে অব্যাহতি দেন। এছাড়া জব্দ করা মাছ এতিমখানায় বিলিয়ে দেয়া হয়।
বিডি-প্রতিদিন/শফিক