যৌতুকের কারণে দিনাজপুরে এক গৃহবধূর মাথা ন্যাড়া করে নির্যাতনের অভিযোগে স্বামী-শ্বশুরসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার পুলিশ আসামিদের আদালতে পাঠিয়ে সাতদিনের রিমান্ডের আবেদন করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুর শহরের পশ্চিম দপ্তরিপাড়ার হাফিজ ইসলামের ছেলে ও নির্যাতিতার স্বামী জনি ইসলাম ওরফে সুমন (২৫), সুমনের বাবা হাফিজুল ইসলাম (২২), মা জরিনা বেগম (৩০) ও বোন সুমী বেগম (৩০)।
কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন গৃহবধূর অভিযোগের বিষয় তুলে ধরে জানান, ওই গৃহবধূর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করা হয়। তিনি তা দিতে অপারগতা প্রকাশ করায় তার ওপর শারীরিক ও মানষিক নির্যাতনের মাত্রা বাড়াতে থাকে। শনিবার সকালে তাকে মারধর করার পর শ্বশুর বাড়ির লোকজন তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়। পরে গৃহবধূ পালিয়ে থানায় গিয়ে চারজনের বিরুদ্ধে অভিযোগ দেন। এ অভিযোগ পেয়ে পুলিশ শনিবার রাতেই তার স্বামীসহ চারজনকে গ্রেফতার করে। রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গৃহবধূ এখন নীলফামারী জেলায় বাবার বাড়িতে রয়েছেন।
বিডি-প্রতিদিন/শফিক