ব্যারিস্টার ফারাজী গোলাম হাফিজের পৃষ্ঠপোষকতা এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও ফ্রেড হলোজের যৌথ উদ্যোগে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লীতে প্রতিবছরের মতো এবারও বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
‘সবার জন্য দৃষ্টি’ এই শ্লোগানকে সামনে রেখে রবিবার (১ মার্চ) পেড়লী উত্তরপাড়ার ব্যারিস্টার হাফিজ হাসপাতালে অনুষ্ঠিত ১২তম চক্ষু চিকিৎসা শিবির ও লেন্স সংযোজন ক্যাম্পে উপস্থিত ৫৭৮ জন রোগীর চক্ষু পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থাপত্র দেয়া হয়। এর মধ্যে বাছাইকৃত ছানিপড়া ৮৫জন রোগীকে বিনামূল্যে অপারেশন করে লেন্স সংযোজনের জন্য খুলনার শিরোমণিস্থ বিএনএসবি চক্ষু হাসপাতালে নেয়া হয়েছে।
রোগীদের অপারেশন ও লেন্স সংযোজন শেষে বিনামূল্যে চশমা, প্রয়োজনীয় ঔষধপত্র, থাকা, খাওয়া ও যাতায়াতসহ সব কিছু সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পুনরায় ক্যাম্পে পৌঁছে দেয়া হবে। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের কনসালট্যান্ট ডা. আরফিয়া মুন্নী, কনসালট্যান্ট ডা. আবুল কালাম আজাদ, পাবলিক রিলেশন অফিসার মীর মিজানুর রহমান, ক্যাম্প অ্যাসিস্ট্যান্ট মো. রাতুল মাহমুদ, মো. রাশেদ ও মো. রানা খানের সমন্বয়ে গঠিত চিকিৎসা টিমের চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। স্থানীয় স্বেচ্ছাসেবক যুবকদের সহযোগিতায় উক্ত ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. কামাল হোসেন কিবরিয়া ও চিত্রশিল্পী ফারাজী রেজাউল করিম।
বিডি-প্রতিদিন/শফিক