বান্দরবানের লামায় ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক’ দুইদিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী-২০২০ উদযাপিত হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে লামা টাউন হলে দুইদিনব্যাপী বিজ্ঞান মেলার বাস্তবায়ন করছে লামা উপজেলা প্রশাসন। আজ রবিবার ও সোমবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত লামা টাউন হলে বিজ্ঞান মেলা চলবে।
বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি। এছাড়া আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গাউছুল আজম, বিআরডিবি লামা উপ-পরিচালক মাহফুজুর রহমান। এছাড়া উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীরা মেলায় নতুন নতুন প্রজেক্ট ও উদ্ভাবিত প্রযুক্তি নিয়ে স্টল দেয়।
বিসিএসআইআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সেলিম খান, জুনিয়র টেকনিশিয়ান তপন চন্দ্র মল্লিক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (সুষম খাদ্য স্পিরুলিনা) জনু লিটন মুন্সী, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মোতালেব, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোশারফ হোসেন, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা (দীর্ঘস্থায়ী ট্রিটেড বাঁশ) মো. সাইফুল কুদ্দুস বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/শফিক