গাজীপুরে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলা গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে শুরু হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেলার উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আবু নাসার উদ্দিন, এসএমই ফাউন্ডেশনের মহা-ব্যবস্থাপক মো: নাজিম হাসান সাত্তার, বিসিকের উপ-পরিচালক মো: নজরুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য মো: আব্দুল হাদী শামীম, গাজীপুর চেম্বার অব কমার্সের সভাপতি আনোয়ার সাদাত সরকার প্রমুখ।
গাজীপুরের জেলা প্রশাসক জানান, এ মেলায় ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন প্রকার পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রয়েছে। পাশাপাশি এই সকল পণ্যের বাজার সম্প্রসারণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখার ব্যবস্থা করা হবে। মেলায় ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের জন্য ৫০টি স্টল বরাদ্ধ করা হয়েছে। এই মেলায় কোন বিদেশী পণ্য বা বিদেশি সামগ্রী বিক্রয় বা প্রদর্শন করা হবে না।
তিনি আরো জানান, মেলা চলাকালীন সময়ে প্রতিদিন বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। এছাড়া আগামী ৫ মার্চ মেলা প্রাঙ্গনে এসএমই বিষয়ক একটি সেমিনারের আয়োজন করা হবে। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং গাজীপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন