মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির নেতৃবৃন্দ। রবিবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে এ শ্রদ্ধা জানানো হয়।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ। পরে তারা বঙ্গবন্ধুর সমাধিস্থল ঘুরে দেখেন।
এ সময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি মো. বেলায়েত হোসেন গাজী, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম মিয়া, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক শামসুল আজাদ শীতলসহ দুই শতাধিক ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাহবুব