নীলফামারীর ডিমলায় অভিযান চালিয়ে ভারতীয় ৬৭টি গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এই গরু গুলো ভারত থেকে পাচার করে বাংলাদেশে আনা হয়েছে বলে জানা যায়।
রবিবার দুপুরে ডিমলা উপজেলা সদরের বাবুরহাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পূর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই কলোনী এলাকার আমির হোসেনের ছেলে মোশাররফ হোসেন (৩৫) নামে একজনকে আটক করা হয়।
সহকারী পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ কর্মকর্তা জয়ব্রত পাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাবুরহাটস্থ গরুর হাট ও বিভিন্ন স্থান থেকে এসব গরু উদ্ধার করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন