বাগেরহাটের মোরেলগঞ্জে নতুন ও প্রশস্ত সুইচ গেটের দাবিতে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। রবিবার বেলা ১২টার দিকে ৩৫/১ পোল্ডারের বড়পরি সুইচ গেটের কাছে ওয়াবদা বেড়িবাঁধে শতাধিক মানুষ বিক্ষোভ করেন। ওই সুইচ গেটটি প্রায় ৫০ বছর ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। পানি নিয়ন্ত্রণের গেটসহ এর সকল মালামাল সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে অস্তিত্ব হারিয়েছে। পড়ে আছে শুধু ভাঙাচোরা ভৌত অবকাঠামো। ফলে, ওই এলাকার ৫ গ্রামের প্রায় ১২শ' পরিবার চরম ভোগান্তিতে পড়েছে। অভিযোগ উঠেছে, এতে করে আশানুরূপ ফসল উৎপাদন হচ্ছে না প্রায় ১০ হাজার একর জমিতে।
জানা গেছে, ৩৫/১ পোল্ডারের এফ.এস ২০ এর গেটটি প্রায় ৭০ বছর পূর্বে নির্মাণ করা হয়েছে। এই গেট থেকে বলেশ্বর নদীর পানি পথের বাজার, বুড়ির বাজার, বানিয়াখালী, কুমারখালী, সন্ন্যাসী, বড়পরি ও শরণখোলার ধানসাগর খালে চলাচল করে। কিন্তু সরু ও একটি মাত্র দরজার এ গেটটি প্রয়োজন অনুযায়ী পানি নিয়ন্ত্রণ করতে পারে না। তাও তদারকির অভাবে আবার অকোজো অবস্থায় পড়ে আছে প্রায় ৫০ বছর। এ সমস্যার সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ড খুলনা বিভাগীয় নির্বাহী প্রকৌশলী দপ্তরে স্থানীয়রা লিখিত আবেদন করেছেন।
এ সর্ম্পকে খাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান আবুল খায়ের বলেন, বড়পরি এলাকার সুইচ গেটটি দীর্ঘদিনের জরাজীর্ণ ও অকেজো অবস্থায় রয়েছে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হয়েছে। কিন্তু কোন কাজ হয়নি। এখানে একটি বড় সুইচ গেট নির্মাণ হলে শত শত পরিবার দুর্ভোগ থেকে রক্ষা পাবে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড খুলনা বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, ৩৫/১ পোল্ডারের বড়পরি এলাকায় এফ.এস ২০ এর কাজ শেষের দিকে। স্থানীয়দের সমস্যা ও দাবির বিষয়টি ঊর্ধ্বতন কতৃৃপক্ষকে জানানো হয়েছে। আপাতত ওই গেটটি পূর্বের বরাদ্দ দিয়ে মেরামত করা হবে।
বিডি-প্রতিদিন/মাহবুব