বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার ৫নম্বর ওয়ার্ড কালিকাপুর এলাকার শ্বশুর বাড়ির পুকুর থেকে নার্গিস বেগম (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে তার লাশ উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য বিকেলে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
নার্গিস একই এলাকার আলমগীর সরদারের মেয়ে এবং উপজেলার পুরাতন ডাক-বাংলো বাজারের ঔষধের ব্যবসায়ী রিয়াজ হাওলাদারের স্ত্রী।
নিহতের শাশুড়ি মোর্শেদা বেগম জানান, সকালে নার্গিসকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে বাড়ির সামনে পুকুরের ঘাটে পড়ে থাকতে দেখে ডাক-চিৎকার দেন। পরের বাড়ির লোকজন নার্গিসের নিথর দেহ উদ্ধার করে।
গৃহবধূর চাচা মো. ইব্রাহীম অভিযোগ করেছেন, পরকিয়া প্রেমের জের ধরে নিহতের স্বামী রিয়াজ পরিকল্পিতভাবে নার্গিসকে হত্যা করে পুকুরে ফেলে রেখেছে। এ ঘটনায় রিয়াজসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
মেহেন্দিগঞ্জ থানার ওসি আবিদুর রহমান বলেন, লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশ তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/মাহবুব