বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কুমিল্লার লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্ত:শ্রেণি নারী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি তাবারাক উল্যাহ কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক অফিসার প্রসাদ কুমার ভাওয়াল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম হীরা, পৌরসভার প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহার, কান্দিরপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক, নওয়াব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবদুল কাদের বাবুল, মীর হোসেন, সমর সাহা।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রসরাজ দাস। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মোহসিন উদ্দিন খান। উদ্বোধনী খেলায় বিদ্যালয়ের নবম বিজ্ঞান শাখা ট্রাইবেকারে ২-০ গোলে ৮ম (গ) শাখাকে পরাজিত করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন