টেকনাফের নাফ নদীর পাড়ে কেওড়া বাগান থেকে সুলতান আহমদ (২৪) নামের এক রোহিঙ্গা যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া রোহিঙ্গা শরনার্থী শিবিরের ক্যাম্পের আজিজুর রহমানের ছেলে।
রবিবার দুপুরে কেরুনতলী নাফ নদীর সংলগ্ন কেওড়া বাগান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহতের পরিবার জানায়, গত বুধবার সকালে নাফ নদীতে মাছ ধরতে বের হওয়ার পর সুলতান আর ফিরে আসেনি।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, নাফ নদীর পাড়ে কেওড়া বাগানের ভেতর থেকে এক রোহিঙ্গা যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/মাহবুব