দিনাজপুরে এক গৃহবধূকে এসিড নিক্ষেপের অভিযোগে দেবর ও ননদকে আটক করেছে পুলিশ। গৃহবধূর স্বামী তানভীরুল রহমান রাহুল (২৬) পলাতক। রবিবার আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হল- দিনাজপুর পৌর এলাকার মামুনের মোড়ের মিজানুর রহমানের ছেলে রাজ (২০) ও ময়ুরী বেগম (৩০)।
কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাত ৮টার দিকে দিনাজপুরের বাণিজ্য মেলা থেকে রিয়া বেগম, তার মা ও ভাবী মিলে সুইহারী মাঝাডাঙ্গা যাচ্ছিলেন। পথে হিরাহার পাকা রাস্তার ওপর রিয়ার স্বামী তানভীর রহমান রাহুলসহ আরও ৬ জন রিয়ার মা ও ভাবিকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে। রিয়া বেগম এগিয়ে গেলে তাকে এসিড নিক্ষেপ করে। রিয়া বেগম দিনাজপুরের সুইহারী মাঝাডাঙ্গা গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে। তার ভাই নুর আলম এ ঘটনায় মামলা করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার