মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে প্রেমিকার সাথে দেখা করতে যেয়ে প্রেমিক তপনকে পিটিয়ে হত্যার অভিযোগ করছে নিহতের পরিবার। নিহত তপন মেহেরপুর সদর উপজেলার রাম নগর গ্রামের আনসার আলীর ছেলে।
তপনের বন্ধু সাগর জানায়, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের রশিদুল ইসলামের মেয়ে রোমানার সাথে গত ৬ মাস ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। শনিবার রাতে রোমানা তপনকে মোবাইল ফোনে তার বাড়ি আসতে বলে। রাতে তপন তার বন্ধু সাগরকে নিয়ে বুড়িপোতা রওনা দেন। এদিকে তপন বুড়িপোতা গ্রামের কাছে পৌছালে প্রেমিকা রোমানার মামা গ্রাম্য চৌকিদার আনারুলের নেতৃত্বে একদল যুবক দেশি অস্ত্র নিয়ে তপনকে বেধড়ক মারপিট করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে গ্রামবাসীর সহয়তায় তপনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
রবিবার সকালের দিকে তপনের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাজশাহী নেওয়ার পথে দুপুরের দিকে তার মৃত্যু হয়। সন্ধ্যার দিকে তপনের লাশ গ্রামের বাড়িতে পৌছালে গ্রামে শোকের ছায়া নেমে আসে।
তপনের মা বলেন, আমার ছেলেকে ডেকে নিয়ে যেয়ে চৌকিদার মেরে ফেলেছে। আমি চৌকিদারের বিচার আগে চাই।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা বলেন, লাশের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। আভিযুক্তদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার