গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে অগ্নিকাণ্ডে কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ১২টি দোকান ঘর পুড়ে গেছে। মঙ্গলবার ভোরে এ আগুনের ঘটনা ঘটে। কালিয়াকৈর ও সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ১ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, রাত সাড়ে তিনটার দিকে সফিপুর বাজারে আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈরের ২টি ও সাভার ইপিজেডের ১ ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আনিসের হার্ডওয়্যার দোকানে আগুণের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্য আগুনে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে, আগুনের কারণ জানা যায়নি। ক্ষতিরপরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ