'ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব'-এ শ্লোগানে কিশোরগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার জেলা প্রশাসনের সহায়তায় জেলা নির্বাচন অফিস নানা কর্মসূচি গ্রহণ করে।
সকালে পুরাতন স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
পরে কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে ভোটার সেবা কার্যক্রমও গ্রহণ করা হয়।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ