'ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব'-শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় ভোটার দিবস-২০২০ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা প্রশাসকের অম্রকানন চত্ত্বর হতে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্ত্বরে এসে শেষ হয়।
র্যালিতে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দীন, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়ালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
র্যালি শেষে জেলা নির্বাচন অফিসার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ