‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ার অংশ নেব’ এ স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। সোমবার সকাল ১০টায় পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পাথরঘাটা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পাথরঘাটা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে র্যালিতে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, পৌর কাউন্সিলর মুনিরা ইয়াসমিন খুশি, পাথরঘাটা উপজেলা নির্বাচন অফিসার মো. আইউব আলী প্রমুখ।
র্যালি শেষে পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে জাতীয় ভোটার দিবস ও ভোটারের গুরুত্ব নিয়ে মুক্ত আলোচনা করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ