'ভোটার হয়ে ভোট দিব দেশ গড়ায় অংশ নিব'-শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন কমিশনের উদ্যোগে আজ সোমবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল অভিসার ইনচার্জ সালাউদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহমূদুল হাসান ভূইয়া, কাউন্সিলর মোবারক হোসেন, কাউন্সিলর অহিদ মিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ