জাতীয় ভোটার দিবস উপলক্ষে নীলফামারীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা নির্বাচন অফিসের আয়োজনে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
“ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নিব” স্লোগানে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার এলিনা আক্তার, জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম, সদর উপজেলা নির্বাচন অফিসার আফতাব-উজ-জামান।
জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বলেন, জেলার ছয় উপজেলায় ভোটার রয়েছেন ১২ লাখ ৯৩ হাজার ৪১৬ জন। চলতি হালনাগাদে জাতীয় পরিচয়পত্রের জন্য ছবি, আঙ্গুলের ছাপ, চোখের মনি ও স্বাক্ষর প্রদান করে নতুন ভোটার হয়েছেন এক লাখ ২২ হাজার ৪২৪ জন। এর মধ্যে নারী ৫৬ হাজার ৫৪৩ ও পুরুষ ৬৫ হাজার ৮৮১ জন রয়েছেন।
কর্মসূচিতে উন্নয়ন সংস্থা, শিক্ষক, শিক্ষার্থীসহ পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ