নাটোরের সিংড়া উপজেলার চাঁদপুর এলাকায় আত্রাই নদীজুড়ে বানার বাঁধ ও জাল দিয়ে নির্বিচারে মাছ শিকারে নষ্ট হচ্ছে জীববৈচিত্র। কৃষ্ণপুর গ্রামের আব্দুর রহিম নামে এক ব্যক্তি প্রায় দুমাস ধরে বানার বাঁধ ও জাল দিয়ে নির্বিচারে মাছ শিকার করছেন বলে অভিযোগ এলাকাবাসীর।
সরেজমিনে দেখা গেছে, নদীর এক প্রান্ত থেকে অপর প্রাপ্ত পর্যন্ত পুরোটা বানার বাঁধ ও জাল দিয়ে ছোট-বড় সব ধরনের মাছ, কাঁকড়া, শামুকসহ বিভিন্ন জলজ প্রাণী নিধন করা হচ্ছে। বাঁধের পাশে হাঁস পালনকারী খলিলুর রহমান বলেন, নদীজুড়ে এই বাঁধের কারণে তাদের হাঁস পালন ও স্বাভাবিক নৌ চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয় চিকিৎসক শেখ শাদী বলেন, প্রায় দুই মাস হলো এখানে বাঁধ দেওয়া হয়েছে। ভয়ে কেউ কিছু বলতে চায় না। তবে জনগণের সুবিধার জন্য দ্রুত এটি অপসারণ করা দরকার।
চলনবিল জীববৈচিত্র রক্ষা কমিটির সভাপতি ও বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের শিক্ষক আখতারুজ্জামান বলেন, আত্রাই নদীর বিভিন্ন এলাকায় এভাবে বানার বাঁধ দেওয়ায় মাছ ও জলজ প্রাণী অবাধে চলাচল করতে পারছে না। এতে মাছ, কাঁকড়া, শামুকসহ ছোট পোকামাকড় বিলুপ্ত হচ্ছে। আমরা এলাকাবাসীকে সচেতন করার চেষ্টা করছি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লাহ বলেন, মৎস্য আইন মেনে চলতে আমরা এলাকাবাসীকে বারবার সতর্ক করেছি। সিংড়ার মৎস্য অভয়াশ্রমসহ আত্রাই নদীর বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। আর এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আল আমীন