নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কৃষ্ণনারায়ণপুর এলাকা থেকে চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা রাকিব হোসেন (২২) হত্যা মামলার অন্যতম আসামি মো. রিফাতকে (২৩) গ্রেফতার করেছে লক্ষ্মী ক্যাম্পের র্যাব-১১ সদস্যরা।
মঙ্গলবার রাতে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাবের সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ ও সহকারী পুলিশ সুপার মো. মহিতুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। র্যাব- ১১ এর গোয়েন্দা সংস্থা জানায়, গ্রেফতারকৃত আসামিকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন