জয়পুরহাটে বিদেশী পিস্তল ও গুলিসহ জাকারিয়া হোসেন রকি (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫। মঙ্গলবার রাতে জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল এলাকায় অভিযান চালিয়ে তাক গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, মঙ্গলবার রাতে র্শীষ সন্ত্রাসী রকি পুরানপৈল আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি একটি ম্যাগাজিন, আটটি ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য সেবনের বিপুল পরিমান উপকরণসহ তাকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পরে কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমনেুর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, কাদা মাটি নামে একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য রকির বিরুদ্ধে অন্তত ১০ টি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল