নেত্রকোনার দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ টি কাপড়ের দোকানসহ ১টি বাড়ি পুড়ে গেছে। মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত মধ্যরাতে পৌর শহরের মধ্য বাজারের পাইকারি কাপড়ের মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সৌখিন গার্মেন্টসে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানায় স্থানীয়রা। পরে স্থানীয়রা ৯৯৯ কল করলে দুর্গাপুর ফায়ার সার্ভিসের একটি দল আগুন নেভানোর কাজে ছুটে আসে।
তবে পানির মোটরের যান্ত্রিক ত্রুটির কারণে আগুন নিভাতে কিছুটা বেগ পেতে হয়। এদিকে নেত্রকোনা ও কমলাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের আরও দুইটি ইউনিট পরবর্তীতে যুক্ত হয়ে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে আগুনের লেলিহান শিখায় আদর্শ বস্ত্রালয়, আপন গার্মেন্টস, অপূর্ব ফ্যাশনসহ সাতটি কাপড়ের দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
প্রাথমিকভাবে আনুমানিক প্রায় অর্ধকোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। এ ছাড়াও আশপাশের আরও দশটিরও বেশি দোকানের মালামাল বের করতে গিয়ে ক্ষয়ক্ষতি হয়।
তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নেত্রকোনা ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মো. সাইদুল্লাহ জানান, বিদ্যুতের শটসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডটি ঘটেছে। এতে ছোট ছোট টিনের ৬ টি কাপড়ের দোকান পুড়ে গেছে।
বিডি প্রতিদিন/হিমেল