কুষ্টিয়ার দৌলতপুরে হাসান আলী (৩৫) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোবরগাড়া গ্রামে পুলিশের ভয়ে পালানোর সময় হাসান আলী নামে ওই যুবক গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসান আলীকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবক হাসান আলী ভেড়ামারা ষোলদাগ বাহিরচর এলাকার মৃত নুর মহম্মদের ছেলে। সে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) নিশি কান্ত জানান, দৌলতপুর হাসপাতালে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হলে তার লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার