বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর ও রংপুর রিজিয়ন কমান্ডার এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল ও গোহাটি ফ্রন্টিয়ারের আইজি পর্যায়ে ১৩তম সীমান্ত সমন্বয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার।
বেলা আড়াইটায় যশোরের অভিজাত হোটেল জাবির ইন্টারন্যাশনালে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনে বিজিবির পক্ষে যশোর রিজিয়ন কমান্ডার মো. জালাল গনি খান এনডিসি পিএসসির নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।
অন্যদিকে বিএসএফের পক্ষে সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি যোগেশ বাহাদুর খুরানিয়ার নেতৃত্বে ছিলেন ৮ সদস্যের প্রতিনিধি দল।
সন্ধ্যায় বিজিবি যশোর রিজিয়নের ডেপুটি রিজিয়ন কমান্ডার মোহা: আমিরুল ইসলাম জানান, সম্মেলনে অংশ নিতে ভারতীয় প্রতিনিধি দল বেলা ১১টার দিকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। সম্মেলন শেষে আগামী ৮ মার্চ প্রতিনিধি দলটি দেশে ফিরে যাবে। সম্মেলনে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ছাড়াও দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন