ময়মনসিংহের ভালুকায় দুই পিকআপের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পিকআপের দুই যাত্রী। আজ শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উযায়ের আল মাহমুদ আদনান জানান, 'সকালে বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী একটি মাছ ভর্তি পিকআপকে পেছন দিক থেকে আসা আরেকটি মাছ ভর্তি পিকআপ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই পিকআপের চালক রাজন রবিদাস ও হেলপার আজিম উদ্দিন নিহত হয়, আহত হয় আরও ২ যাত্রী।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রাজন রবিদাস নেত্রকোণার ঠাকুরকোনা এলাকার মানিক রবিদাসের ছেলে এবং আজিম উদ্দিন নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকার আব্দুস সালামের ছেলে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ-এনায়েত করিম