স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করতে বেকারি মালিক সমিতিকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, দেশের সিংহভাগ মানুষ এখন বেকারির উপর নির্ভরশীল। শিশু থেকে শুরু করে বৃদ্ধদের জন্য জনগণ খাবার ক্রয় করেন বেকারি থেকে। সেসব খাবার হতে হবে পুষ্টিকর। পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার যে সব বেকারি তৈরি করে না তাদের বিরুদ্ধে বেকারি মালিক সমিতিকে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
স্বাস্থ্য সকল সুখের মূল ও উন্নয়নের চাবীকাঠি উল্লেখ করে তিনি আরও বলেন, স্বাস্থ্যসম্মত খাদ্য তৈরিতে কেউ গাফিলতি করলে অথবা অস্বাস্থ্যকর খাবার বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে সরকার।
শুক্রবার হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর শহরের নাজমা রহিম ফাউন্ডেশনে দিনাজপুরে জেলা বেকারি মালিক সমিতির নব-নির্বাচিতদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
এর আগে নব-নির্বাচিত সভাপতি মো. সাইফুল্লাহ ও সাধারণ সম্পাদক মো. শামীম শেখের নেতৃত্বে নব-নির্বাচিতরা হুইপকে ফুলেল শুভেচ্ছা জানায়।
এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সানোয়ার হোসেন সরকার, জেলা বেকারি মালিক সমিতির নব-নির্বাচিত সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন তুহিন, সহ-সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অঙ্কুর কুমার সরকার, সদস্য মো. ইসলাম, মো. আলাল. মিজানুর রহমান জামানসহ নবনির্বাচিতরা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম