“সোনালী আশের সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার সকালে ভোলা জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।
পাট দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ লুৎফর রহমানের সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আতাহার মিয়া।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পাট চাষিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা পাটজাত পণ্য ব্যবহার ও তার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ