'সোনালী আঁশের সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ'-এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।
আজ শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের তমালতলা মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক মো: মঞ্জুরুরল হক বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, পাট ব্যাবসায়ী ইকরামুল হক নবীন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা দেশে পাটজাত পণ্যের উৎপদান বাড়াতে এবং বন্ধ পাটকলগুলো চালু করে পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ