'এসো মিলি প্রাণের টানে'-শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে পূর্নমিলনী উদযাপন কমিটির ব্যানারে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। '
এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মোঃ জাকারিয়া, পূর্নমিলনী উদযাপন কমিটির আহ্বায়ক সফিউল বারী আউয়াল, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত নামজুল হক, সাংবাদিক শাহ ফখরুজ্জামান।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ