ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে 'পাগলা' শেয়ালের কামড়ে কমপক্ষে ১২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ ঘটনা ঘটে।
আহতরা নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছে।
জানা যায়, উপজেলার গোর্কণ ইউনিয়নের গোর্কণগ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি পাগলা শিয়াল লোকালয়ে প্রবেশ করে যাকে সামনে পেয়েছে তাকেই কামড় দিয়েছে। শুক্রবার সকালেও দু’জনকে কামড়িয়েছে।
আহতরা হলেন, রুমান মিয়া (৬), শিশু মিয়া (৫৫), আয়েশা বেগম (৬৫), ইয়াছমিন (১০), সালেহা খাতুন (৩৪), লিটন দেব (৪৫), ফারজানা বেগম (২৪), নিপু বেগম (০৬), কানু লাল সোম (৬৫) এবং রায়হান মিয়া (৩৫)। বাকি দুজনের নাম জানা যায়নি। এ ঘটনার পর এলাকাবাসী শেয়ালটিকে ধরার জন্য ধাওয়া দিয়ে ধরতে ব্যর্থ হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন/হিমেল