রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নে বাবু (৪৫) নামের এক ব্যক্তির দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে বেলপুকুর রেলগেট এলাকা থেকে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত বাবু (৪৫) উপজেলার বানেশ্বর ইউনিয়নের বালিয়াঘাটি এলাকার মজিবর রহমানের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবু বৃহস্পতিবার গভীর রাতে যে কোন সময় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। তবে এখনও আত্মহত্যার কারণ জানা যায়নি।
বেলপুকুর থানা পুলিশ সুত্র জানায়, শুক্রবার ভোরে বেলপুকুর রেলগেট এলাকায় বাবুর দ্বিখণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ নিশ্চিতভাবে জানা যায়নি। এ ব্যাপারে রেলওয়ে পুলিশ ঈশ্বরদী জিআরপি থানায় অপমৃত্যুর মামলা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন